কবরীর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে আরও দু’দিন লাগবে বলছেন চিকিৎসকরা

ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বরেণ্য অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। তবে তার শারীরিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বুঝতে সময় লাগবে আরও দুই দিন। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ এমনটিই জানিয়েছেন।

এসময় তিনি আরও জানান, ফুসফুসে সংক্রামণ ছাড়া কবরী ম্যাডামের অন্য সমস্যা নেই। তবে হাসপাতালে ভর্তির সময় তিনি যে অবস্থায় ছিলেন এখনও সে অবস্থাতেই আছেন। কিন্তু আগের চেয়ে একটু বেশি অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

আরও পড়ুন

ঝিনাইদহে ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন

লালমনিরহাটে আ.লীগ নেতার বোনের বাড়িতে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

শাল্লায় হামলা-লুটপাট: আরও এক এজাহারভূক্ত আসামী গ্রেপ্তার

মাওলানা মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁয়ে আরও এক মামলা

অধ্যাপক ফারুক আহমেদ বলেন, উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ শনিবার সকালে একটি মেডিকেল বোর্ড বসেছিল। উনার ফুসফুসের সংক্রমণটাই একটু বেশি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটা বুঝতে আমাদের আরও দুদিন অপেক্ষা করতে হবে।

এর আগে গত ৫ এপ্রিল কবরীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি।

news24bd.tv আহমেদ