একসময় কাউকে কিচ্ছু বলতে হবে না

করোনা নিয়ে লেখালেখি, টকশোতে বলাবলি, পরিপত্রের চালাচালিতে একটা কষে লকডাউন দিয়ে দিলেই করোনার ঝামেলা মিটে যায়।  

এরপর যে যার মতো কারখানা খোলা রাখুক, অর্থনীতির চাকা বনবন করে ঘুরুক, ঝাঁকবেঁধে ঈদের শপিং করুক, পকেটে, থুতনীতে মাস্ক টাঙিয়ে চলুক, কোনো সমস্যা নেই।

‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরব আর জবাই করব’ বক্তব্য দেওয়া হেফাজত নেতা রিমান্ডে

ফরিদা পারভীনের ফুসফুসের ৫০ শতাংশ আক্রান্ত

সাপ্তাহিক বন্ধের দিনও খোলা বসুন্ধরা সিটি শপিংমল

এদেশে জন্ম নেওয়া কি পাপ, প্রশ্ন নুরুর

একসময় কাউকে কিচ্ছু বলতে হবে না, বীরবাহাদুরদের রশি দিয়ে বেঁধেও ঘরের বাইরে আনা যাবে না,এখন যারা মাস্ক পরে না ওরা নিজেরাই দরজা জানালা আটকে ঘরের মধ্যেই মাস্ক পরে বসে থাকবে।

অটো লকডাউনে শপিংমল, রাজপথ,কারখানা এমনিতেই চিৎ হয়ে পরে থাকবে।

সাইফুদ্দিন আহমেদ নান্নু'র ফেসবুক থেকে নেওয়া

news24bd.tv তৌহিদ