স্ট্যাটাস দিয়ে মনে করিয়ে দেয়ার দরকার নেই আপনি রোজাদার

আপনি সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করেছেন। এ কারণে আপনার নিজেকে শক্তিমান মনে করার কোনো কারণ নেই। আল্লাহর অনুগ্রহে নিজেকে সুপিরিয়র ভাবারও সুযোগ নেই।

ইবাদতের ফলে আপনার মধ্যে আজ যে অহম তৈরি হচ্ছে, ইবলিশেরও তা হয়েছিল। আপনি যদি আকার-ইঙ্গিতে লোকজনকে এটা বোঝানোর চেষ্টা করেন যে আপনি রোজাদার, লিফটে কারো পারফিউমে আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে - তাহলে আপনিও সেই ইবাদতের অহমে ভুগছেন।

সিয়ামই একমাত্র ইবাদত, যেখানে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। নামাজ প্রতিষ্ঠার ব্যাপার, মসজিদের মতো প্রাতিষ্ঠানিকতা আছে। হজ বা জাকাতও অর্থনীতি সংশ্লিষ্ট একাধিক মানুষের সংশ্লেষ থাকে সেখানে।

আরও পড়ুন

শারীরিক জটিলতা নেই, ফিরোজাতেই ভালো আছেন খালেদা জিয়া

সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চ্যাম্পিয়নস লিগে সেমির দেখা পেতে ৭ বছর অপেক্ষা চেলসির

নববর্ষের রঙে সেজেছে ডুডল

কিন্তু সিয়ামই একমাত্র ইবাদত, যেখানে শোডাউনের কোনও সুযোগ নেই। ইফতার করলাম, সেহেরি করলাম এই জাতীয় স্ট্যাটাস দিয়ে আল্লাহকে মনে করিয়ে দেয়ারও দরকার নেই। আপনি রোজাদার, সমাজে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টাটা ইসলামবিরুদ্ধ।

news24bd.tv আহমেদ