রাজধানীতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর গুলিস্তান-আশপাশের অসহায় হয়ে পড়া কর্মহীন ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।  

শুক্রবার বিকালে গুলিস্তান ও আশেপাশ এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে রান্না করা ভাত মুরগির মাংস বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাব্বির হোসেন। রমজানের প্রথম দিন থেকে খাবার বিতরণ করছেন সাবেক এ ছাত্রনেতা।  

আরও পড়ুন:

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত বেড়ে ৫

দেশে করোনায় আক্রান্ত হয়ে আজও ১০১ জনের মৃত্যু

ভারতে যেতে আর বাধা নেই পাকিস্তানি ক্রিকেটারদের

করোনায় কাজ না থাকলেও কর্মীদের পুরো বেতন দিচ্ছেন নেইমার

সাব্বির হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তার নির্দেশে গুলিস্তান ও আশেপাশের এলাকায় কর্মহীন মানুষ রিক্সাচালক পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছি। রমজানজুড়েই এই কর্মসূচি চলমান থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

news24bd.tv / কামরুল