মাস্ক পরানোর কাজটি প্রশাসনের দ্বারা সম্ভব নয়, উপায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ

হাসি নয়, আমি খুব নিশ্চয়তার সাথে বলছি। বর্তমান বাস্তবতায় করোনা থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায় মাস্ক ব্যবহার করা। হাত ধোয়া বা স্যানিটাইজ করা আংশিক সম্ভব।  

তবে জনসংখ্যার কারণে দেশে শারীরিক দূরত্ব রক্ষা করা ৯৯% অসম্ভব। তাহলে ঘুরে-ফিরে আমাদের মাস্কের কাছেই আসতে হচ্ছে। টিকা নিলেও মাস্ক পরতেই হবে।

সেই মাস্ক পরানোর কাজটি প্রশাসন বা পুলিশের দ্বারা সম্ভব নয়। এটাও একবছরে প্রমাণিত। তাহলে উপায়?

উপায় হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। সারা দেশে এখন শতকরা ৯০ জন আওয়ামী লীগের লোক। খালি শেখ হাসিনা যদি ঘোষণা দেন যে নিজে না পরলে এবং অন্যকে পরতে বাধ্য না করলে চাকরি খতম, মানে আওয়ামী লীগ থেকে নাম কাটা পড়বে, তাহলে আমরা মাস্ক ছাড়া কোনো লোককে দেখতে পাব না।

২৬৫ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে উড়াল দিল বিমানের বিশেষ ফ্লাইট

আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের জানাজা, বনানীতে দাফন

বিলবাওকে উড়িয়ে দিয়ে শিরোপা খরা ঘুচালো বার্সা

‘মিনা পাল’ থেকে যেভাবে ‘কবরী’ হয়ে ওঠা

তবে প্রশ্ন হচ্ছে, এই রকম অলাভজনক কাজে আওয়ামী নেতা-কর্মীদের নিয়োজিত করার চিন্তাটা আসবে কিনা।

শুধু আওয়ামী লীগের কথা বললাম কেন? আর কোনো দল তো নেই।

news24bd.tv নাজিম