আপনাদের কী মত? এরকম মিসম্যাচ কী আরও আছে?

অসুর কথন ১

ইদানীং সুর আর সঙ্গীত খুব ভাল লাগে আমার। তবে সে ভাল লাগা প্রায় সর্বত্র অশিক্ষিত, ক্ষেত্রবিশেষে অমার্জিতও বটে।  

নত মাথায় এই কথা স্বীকার করেও বলতে চাই অন্তত দুটি কালজয়ী গানে ভুল সুর আরোপিত হয়েছে। আপনাদের মত জানতে এই কথনের প্রথম আয়োজন।

১. আনন্দধারা বহিছে ভূবনে..গানটি শুনলে আমার মনে হয় জগতে কোনো আনন্দ নাই, কখনো ছিল না আর আসার তো প্রশ্নই ওঠে না।

জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

বৈঠকতো দূরের কথা, বাবুনগরী কখনোই খালেদা জিয়াকে সামনাসামনি দেখেননি: হেফাজতে ইসলাম

কানাডার শীর্ষ নেতাদের সবাই অস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন

ফজিলতপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ

২. লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার..এই গানটি শুনলে মনে কেমন ফুর্তি ফুর্তি লাগে।  

আপনাদের কী মত? এরকম মিসম্যাচ কী আরও আছে? নাকি এই দুইটাও ঠিক ঠিকই সুর। মানে কথা ও সুর ঠিকঠাক?

ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন

news24bd.tv নাজিম