অবশেষে পঞ্চমবারের চেষ্টায় স্পেসএক্স রকেটের সফল উৎক্ষেপণ

পরপর চারবার ব্যর্থতার পর এবার সাফল্যের দেখা পেল ইলন মাস্কের স্পেসএক্স। টেক্সাসের বেস থেকে স্টারশিপের প্রটোটাইপের পরীক্ষা সফল হয়। এর আগে চারবারই রকেটে আগুন লেগে যায়।

স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অব মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড্ডয়ন সফল হয়েছে। তবে ল্যান্ডিংয়ের পর বেস ক্যাম্পে ছোট আগুন লেগে যায়।

তবে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, স্পেসএক্সের এটাকে স্বাভাবিক বিষয় বলেই ব্যাখ্যা করেছে। মিথেন ফুয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে এটা হতে পারে বলে জানিয়েছে তারা। তবে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। ইঞ্জিনিয়াররাও বিষয়টি খতিয়ে দেখছেন।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে বলেছেন, স্টারশিপের ল্যান্ডিং স্বাভাবিক ছিল।

গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে।

আরও পড়ুনঃ

ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ

মাস্ক চাইছেন, সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য সুপার হেভি রকেটে করে স্টারশিপকে পাঠাতে। সেই রকেট আবার ব্যবহার করা যাবে।

তিনি চাঁদে ও মঙ্গলে মানুষও পাঠাতে চান। মঙ্গলে কলোনি তৈরি করতে চান। চাঁদে একটি লুনার স্টেশনও তৈরি করবেন তিনি।

news24bd.tv / নকিব