ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

ইসরায়েল-ফিলিস্তিন চলমান পরিস্থিতিতে টুইট করেছেন মার্কিন দার্শনিক নোয়াম চমস্কি।

তিনি লিখেছেন, ‘তোমরা আমাদের পানি কেড়ে নিয়েছ, জলপাই গাছ ধ্বংস করেছ, আমাদের কর্মসংস্থান কেড়ে নিয়েছ, আমাদের ভূমি দখল করেছ, আমার বাবাকে কারাবন্দি, আর মাকে হত্যা করেছ, বোমা ফেলে আমাদের দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছ, আমাদের সবাইকে ক্ষুধার্ত রেখেছ, আমাদের সবাইকে অসম্মান করেছ। এসব সত্ত্বেও আমাদের দোষারোপ করে বলছ, আমরা পাল্টা রকেট নিক্ষেপ করেছি। ’

আরও পড়ুনঃ

গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা

উল্লেখ্য, গত চার দিনে ইসরায়েলের হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। তারই পরিপ্রেক্ষিতে চমস্কির এই টুইট।

news24bd.tv / নকিব