নারায়ণগঞ্জে পথচারী নিহত, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মহিউদ্দিন বাবুর্চি (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।  শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মহিউদ্দিন বাবুর্চি ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।  

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ওসি নজরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বড় বিনাইরচর মাদ্রাসা সংলগ্ন দোকানের সামনে দাঁড়িয়ে আম পাড়া দেখছিলেন মহিউদ্দিনসহ বেশ কয়েকজন। এসময় বিশনন্দীগামী সিএনজিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিন মারা যান। বাকিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জামানের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।  

আরও পড়ুনঃ

গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ভুলতা আড়াইহাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।  এ খবর ছড়িয়ে পড়লে গাছের গুরি রাস্তায় ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

news24bd.tv / নকিব