প্রধানমন্ত্রীর হাত থেকে স্বামীর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন বজলুর রহমানের সহধর্মিণী

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান সহ ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকালে গণভবনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’-এ ভূষিত হয়েছেন। বজলুর রহমানের পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তাঁর সহধর্মিণী শাহানারা বেগম।

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পট পরিবর্তনকারী অভ্যুদয়ের এই সময়টুকুতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন এ কে এম বজলুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর ভূমিকার কথা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে।   

news24bd.tv/আলী