সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন: সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

শুক্রবার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আইনি বিষয়। আইনি প্রক্রিয়ার মধ্যে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন...যে কারও ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। আমরা চাই না কেউ বিনা কারণে হেনস্তার শিকার হোক। ’

আরও পড়ুন:

ইরানের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানাল হামাস

চীনের আরও ৬ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

ইসরায়েলকে সন্ত্রাসী ঘোষণা না দেওয়া পর্যন্ত শান্ত হব না: এরদোয়ান

কবরবাসীর জন্য বিশ্বনবী যে দোয়া করেছেন

 

তিনি বলেন, ‘দেশে আইন আছে এবং সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফলে আইনি প্রক্রিয়াধীন বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ’

news24bd.tv নাজিম