নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দোকানপাট-বাড়িঘর

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে ভেসে গেছে দোকানপাট, বাড়িঘর, গবাদী পশু ও ফসলি।

নিঝুম দ্বীপ, চর ঈশ্বর, সুখচর, সোনাদিয়া, জাহাজমারা, নলচিরা, হরনী, চানন্দি ও তমরদ্দি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার লোাক পানিবন্দি হয়ে পড়েছে। গৃহহারা লোকজন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন

  পল্লবীতে কুপিয়ে হত্যা: রিমান্ড শেষে সাবেক এমপি আউয়াল কারাগারে

  নিউজ টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী নারীর পাশে ইউএনও

  নোয়াখালীতে যুবদলের সংবাদ সম্মেলনে পুলিশের লাটিচার্জ

  করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ওবায়দুল কাদেরের

 

সাগর উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে জেলা সদরসহ সারাদেশের সব ধরণের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মেঘনা ও বঙ্গোপসাগারে মাছধরা ট্রলার ও নৌকাগুলো তীরে অবস্থান করছে।

news24bd.tv আহমেদ