সকাল থেকে সিলেটে ৫ দফা ভূমিকম্প, আতঙ্কে নগরবাসী

পঞ্চমবারের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। সকাল থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে এই নিয়ে ৫ বার ভূমিকম্প অনুভূত হল। শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এবং সর্বশেষ বেল ২টায় ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা পাঁচবার ভূকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সিলেটের ঠিক কোন স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই বিষয়টি এখনো জানা যায়নি।

এদিকে কয়েক ঘণ্টার ব্যাবধানে ৫ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি, অফিস আদালত ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে।

আরও পড়ুন

  জনগণের প্রতি বিএনপির দায়িত্বশীলতা শূন্যের কোটায়: ওবায়দুল কাদের

  ইয়েমেনি হামলায় সৌদির বিশাল ক্ষয়ক্ষতি

  পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: শিক্ষামন্ত্রী

  নওগাঁয় রেস্তোরাঁর নৈশপ্রহরী খুন

 

৫ দফার এসব ভূমিকম্পে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

এর আগে সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছিলেন, সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুইবার ও সাড়ে ১১টার দিকে আরও দুইবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।

news24bd.tv আহমেদ