ভারতকে সময় বেঁধে দিলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (বিসিসিআই)কে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে  সময় বেঁধে দিয়েছে। আগামী ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ২০২১ টি-টেয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের।

মঙ্গলবার (১ জুন) আইসিসি’র বোর্ড সভা বসেছিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ভার্চুয়ালি যোগ দেন সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ।

সভায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও এক মাস সময় চাওয়া হয় বিসিসিআইয়ের পক্ষে। সেই আবেদনের প্রেক্ষিতে ভারতীয় বোর্ডকে ২৮ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় আইসিসি।

এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে।

আগামী অক্টোবরে ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ভারতের অবস্থা সুবিধাজনক না হলে ৪৫ ম্যাচের এই টুর্নামেন্টও আমিরাতে হতে পারে। সেক্ষেত্রে আয়োজকের দায়িত্ব থাকার কথা বিসিসিআইয়ের কাঁধেই।

news24bd.tv/আলী