নিখোঁজের ছয়দিন পর মিলল ছাত্রের লাশ

ময়মনসিংহের তারাকান্দায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলেন শাহিনুর আলম ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থী। এরপর পেরিয়ে গেছে ছয় দিন। অবশেষে খোঁজ মিলল তার লাশের।

আজ শনিবার দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ওই সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইকবাল পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের ছেলে। সে ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতো।

আরও পড়ুন

এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা

নিহতের পরিবার জানায়, গত ৩১ মে রাতের খাবার শেষে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে পরদিন রাতে নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাবা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

news24bd.tv / কামরুল