কোপা আয়োজনের ছাড়পত্র দিলো ব্রাজিলের সুপ্রীম কোর্ট

করোনাভাইরাসের আক্রমণে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট এক বছর পিছিয়ে এবছর আয়োজন করার কথা রয়েছে। কিন্তু প্রথম থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলকে।

যুগ্ম আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলকে আবারও কোপা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ব্রাজিল। এই অবস্থায় কোপা আয়োজন করা হলে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

প্রথমে টুর্নামেন্টে খেলতে ব্রাজিল দলে আপত্তি থাকলেও অবশেষে কোপায় অংশগ্রহণ করতে রাজি হন নেইমাররা। এবার ব্রাজিলের সুপ্রিম কোর্টও টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিয়ে দিলেন।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সেশনে ১১জন বিচারপতির বেশিরভাগই কোপা আয়োজনের পক্ষেই নিজেদের মতামত দিয়েছেন। তবে পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিতেও আদেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

আরও পড়ুন

আদালতে দোষী সাব্যস্ত হলেন মেক্সিকান মাদকসম্রাট গুজম্যানের স্ত্রী

২০ দিন আগে আইনজীবী পাত্রীকে দেখে পছন্দ করে রেলমন্ত্রী

অবশেষে প্রকাশ্যে আসলো নুসরাতের বেবি বাম্প, ছবি ভাইরাল

‘গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা’

কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো।

১৪ জুন ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাঠে কোন দর্শক ছাড়াই আয়োজন করা হবে এই টুর্নামেন্ট।

news24bd.tv / নকিব