করোনা: ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের ৫৫ জনই পুরুষ

মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনই পুরুষ। বাকি ২৭ জন নারী। এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৬৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৮ দশমিক ০২ শতাংশ ও গত পরশু ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করে আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

এর আগে, গতকাল ৩ হাজার ৫৭ জন ও গত পরশু ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন:

এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা: প্রধানমন্ত্রী

ওসমানীনগরে শিক্ষিকাকে গলাকেটে হত্যার পর গৃহকর্মীর আত্মহত্যা

এবার মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ এর মধ্যে, দুই জনের ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৮ জন।

news24bd.tv নাজিম