জাতীয় পার্টি শ্রমিকবান্ধব সরকার গঠন করবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি শ্রমজীবী মানুষের কল্যাণে আগামী দিনে শ্রমিক বান্ধব সরকার গঠন করবে।

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

এইচ এম এরশাদ বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করে, কিন্তু কেউ খবর রাখেনা কাজ শেষে শ্রমিকরা কোথায় থাকে, কীভাবে থাকেন। তাই আগামী দিনে শ্রমজীবী মানুষের কল্যাণে জাতীয় পার্টি কাজ করবে মহান মে দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সৈয়দ আবু হোসেন বাবলা।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)