মেঘনায় ৪০০ বস্তা আলু নিয়ে ট্রলার ডুবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ৪০০ বস্তা আলু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে বেলায়াতুন নেসা (৫২) নামে একজন নারী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নারী বেলায়াতুন নেসা মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লারচর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

মঙ্গলবার (২৯ জুন) সকালে গজারিয়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামসংলগ্ন মেঘনার প্রচণ্ড ঢেউয়ে আলুবোঝাই ট্রলার ডুবে যায়।

দুর্ঘটনার ব্যাপারে গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, মুন্সিগঞ্জ সদরে নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

আরও পড়ুন:

শিক্ষক নিবন্ধনের ফল ‘বৃহস্পতিবার’!

ঈদের আগে লকডাউন শিথিলের ব্যাপারে যা জানালেন ওবায়দুল কাদের

স্প্রাইটের নতুন ক্যাম্পেইন ‘তৃষ্ণা মিটলে সব ক্লিয়ার’

news24bd.tv / তৌহিদ