সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিত মাধ্যমগুলোর জন্য নতুন একটি আইনের অনুমোদন দিয়েছেন। বিদেশি সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে বলে জানিয়েছে রয়টার্স।

নতুন আইনে বলা হয়েছে, রাশিয়ায় কোনো বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেট কর্মকাণ্ড চালাতে চাইলে তাদের অবশ্যই শাখা কিংবা অফিস খুলতে হবে।   

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য দীর্ঘদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। নতুন এ আইন সেই পদক্ষেপগুলোকে আরও দৃঢ় করল তারা।   

সরকারবিরোধীরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন গড়ে তুলতে না পারে, সে কারণে রাশিয়া বিভিন্নভাবেই অনলাইন মাধ্যমগুলো নিয়ন্ত্রণে রাখতে চায়। একই সঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা হ্রাস করতে চায়।   

এর আগে ফেসবুক, টুইটার-সহ বিভিন্ন মাধ্যম থেকে সরকারবিরোধী কনটেন্ট মুছে ফেলতে চাপ দিয়েছিল মস্কো। চাহিদা অনুযায়ী কনটেন্ট সরিয়ে না নেওয়ায় সেখানে টুইটারের স্পিড কমিয়ে দেওয়া হয়।

রাশিয়া  গুগলের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গত বুধবার মামলাও করেছে।   

আরও পড়ুন

১৮ বছর পর ‘মৃত থেকে জীবিত‌’, ৫৬ বছর বয়সী স্ত্রীকে ফের করছেন বিয়ে

সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে যুবলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলা

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে ব্রাজিল

ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত

news24bd.tv / কামরুল