যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫০

করোনা ও করোনা উপসর্গে একদিনের ব্যবধানে যশোরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের রেডজোনে করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও ইয়লোজোনে করোনা উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। ২৪ ঘন্টার ব্যবধানের জেলায় আক্রান্ত হয়েছেন আরও ২৫০ জন।  

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে গত দু'দিন ধরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমান আদালত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গ্রামাঞ্চলের মানুষ করোনা উপসর্গকে গুরুত্ব দিচ্ছেন না। ঘরে ঘরে সর্দি-কাশি জ্বর থাকলেও তারা এটিকে স্বাভাবিক জ্বর মনে করে নমুনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছেন না। এজন্য জেলায় করোনা আক্রান্ত ও মৃতের হার বেড়েই চলছে।  

আরও পড়ুন:

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি

নাটোরে স্টেশন এলাকার রাস্তা থেকে মরদেহ উদ্ধার

news24bd.tv / কামরুল