নিষেধাজ্ঞা না মেনে পটুয়াখালীতে পশুর হাট

মহামারী করোনা প্রতিরোধে চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীতে বসছে পশুর হাট। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মৌকরন বাজারে বিভিন্ন ধরনের পশু বিক্রি চলে।

স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহে রোববার উপজেলার মৌকরনে পশুর হাট বসে। এই রোববারও বসা হাটে চলে বেচা-বিক্রি। তবে মানা হয় না স্বাস্থ্যবিধি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলা ওই হাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। করোনা সংক্রমণ রোধে হাট বন্ধ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।

পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার লতিফা জান্নাতি জানান, পশুর হাট বসার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে হাটটি বন্ধ করে দেন।

আরও পড়ুন

লকডাউনে বের হতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

কোপার ফাইনালে ব্রাজিলের হারে ভক্তের বিষপান

ইসরায়েলি সহিংসতায় চুপ থাকবে না তুরস্ক এক মাসে ৩ লাখ মৃত্যু: প্রশ্নবিদ্ধ ভারত

news24bd.tv/এমিজান্নাত