করোনা টিকা নেবার পর যে ভুলগুলো করবেন না

করোনাভাইরাসের টিকা গ্রহণের পরও অনেকেই আবার এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি যারা ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়েছেন তাদের অনেককেই সংক্রমিত হতে দেখা যাচ্ছে। তাই করোনাভাইরাসের টিকা নেওয়ার পরেও প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

করোনা টিকা গ্রহণ করার পরও কোন ভুলগুলি করলে আপনি পুনরায় আক্রান্ত হতে পারেন জেনে নেওয়া যাক -

মাস্ক না পরা অনেকেরই ধারণা, ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড সংক্রমণ হবে না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। টিকা গ্রহণের পরেও আপনি সম্পূর্ণ সুরক্ষিত নন। তাই ভ্যাকসিনেশন-এর পর মাস্ক ছাড়াই পাবলিক প্লেসে যাওয়া ঠিক নয়।

গবেষণা বলছে, যাদের দুর্বল ইমিউনিটি, তাদের ঝুঁকি বেশি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী, তাদের জন্য ভ্যাকসিন খুবই কার্যকরি, যা তাদের সংক্রমণ থেকে রক্ষা করে।

আরও পড়ুন:

কর্মস্থলে শ্রমিকের মৃত্যু থামছেই না

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি

ঈদে আসছে রোড টু মিডিয়া

সামাজিক দূরত্ব অনুসরণ না করা। ভাইরাস কিন্তু এখনও সক্রিয় রয়েছে এবং তৃতীয় ঢেউ আসার কথাও শোনা যাচ্ছে। তাই আমাদের সচেতন থাকা উচিত। আমরা যদি সমস্ত নিয়ম ঠিকভাবে মেনে চলি, তাহলেই এই মারণ ভাইরাসকে আটকানো যাবে। তাই টিকা নেওয়ার পরেও বিয়ে, পার্টি বা পাবলিক প্লেসে সোশ্যাল ডিসটান্সিং অনুসরণ করুন। সমস্ত সতর্কতা অবলম্বন করুন।

সূত্র: বোল্ডস্কাই

news24bd.tv রিমু