বছরে যে দেশে মদপানে ৯৩ হাজার মৃত্যু

যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত মদপানের কারণে ২০২০ সালে ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।   এর আগে এক বছরে মাদকের কারণে এত মৃত্যু যুক্তরাষ্ট্রে ঘটেনি।  

সেন্টারস ফর ডিজিজ কন্ট্র্রোলের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মদপানে মৃত্যুর সংখ্যা ছিল ৭২ হাজার ১৫১ জন। ওই বছরের তুলনায় ২০২০ সালে ২১ হাজার জন বেশি মারা যান।

সিডিসির প্রতিবেদনে বলা হয়, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৩৩১ জন মারা গেছে।  

রংপুরে ১৫শ দরিদ্র মানুষ পেল বসুন্ধরার মানবিক সহায়তা

দেশে কাক-কোকিল চেনা বড় দুষ্কর: নানক

হবিগঞ্জে বজ্রপাতে গেল দুই প্রাণ

 

বিশেষজ্ঞরা মাদকের ব্যবহার বৃদ্ধির পেছনে করোনাভাইরাসকেই দায়ী করছেন। তারা বলছেন, মহামারির কারণে সৃষ্ট হতাশা থেকে যুক্তরাষ্ট্রে মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে।

news24bd.tv/আলী