গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন ছেলে

কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে মারাত্মকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রয়েছেন তিনি।

গতকাল ১৬ জুলাই দিবাহত রাতে হঠাৎ করেই ফকির আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনাটিতে একেবারেই গুজব বলে নিশ্চিত করেছেন শিল্পীর মেজো ছেলো মাসুক আলমগীর রাজীব।

রাজীব জানান, আমার ছোট চাচী মারা গেছেন। আমার বাবার ছোট ভাই ফকির সিরাজ চাচার স্ত্রী। চাচীর মৃত্যুর খবরটিতেই হয়তো অনেকে আমার বাবাকে মিলিয়ে ফেলেছে অনেকে।

তিনি আরও জানান, ‘বাবা আগের চেয়ে অনেক বেটার আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন। ’

আরও পড়ুন

কুরবানি করার আগে যে বিষয়ে জানা খুবই জরুরি

করোনা : এক সপ্তাহে দেশে এক হাজার ৪৬৪ জনের মৃত্যু

সময় চেয়ে যা বললেন ইভ্যালির এমডি

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

‘বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। মুক্তিযোদ্ধা তো, গ্রামে বড় হয়েছেন। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। অক্সিজেনটা খুলে নিলে একটু সমস্যা হচ্ছে। এছাড়া ভালো আছেন তিনি,’ সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন বলেন রাজীব।

তিনি কোনো কিছু নিশ্চিত না হয়ে ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। তার ভাষ্য, আমার অনুরোধ থাকবে কোনো খারাপ খবর গুজবে ছড়াবেন না।

news24bd.tv এসএম