এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সিস্টেম

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এবার স্মার্টফোন ছাড়া কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় সেটা উদ্ভাবনের পরীক্ষা করছে ফেসবুকের মালিকানাধীন এই যোগাযোগ মাধ্যম। খুব দ্রুততম সময়ে এই নতুন সিস্টেম নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

ডেস্কটপ কিংবা ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় তবে নিতে হয় স্মার্টফোন থেকে অনুমতি। নতুন সুবিধায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্মার্টফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলেও বার্তার আদান-প্রদান বন্ধ হবে না।

আরও পড়ুন:

যে বাঙালি আলেম হজের খুতবা অনুবাদ করবেন

কোরবানী যাদের উপর ওয়াজিব

নেলসন ম্যান্ডেলার অবাক করা কিছু অজানা তথ্য

দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল

এই যোগাযোগ সেবা জানিয়েছে, এক সঙ্গে সর্বোচ্চ চারটি ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে। প্রথমে এটি অল্প সংখ্যক ব্যবহারকারীর উপর পরীক্ষা চালানো হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পরে তা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।  

এ ব্যাপারে ইসেটের নিরাপত্তা বিশেষজ্ঞ জেক মুর বলেছেন, "হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় যতই জোর দেওয়া হোক না কেন, যদি একাধিক ডিভাইসে বার্তা থাকে তাহলে তখন সেটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। "

news24bd.tv রিমু