বিমানবন্দর থেকে ১৪ কেজি তরল সোনাসহ তিন যাত্রী আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি তরল সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার সকালে  টার্কিশ এয়ারলাইন্সের TK 712 ফ্লাইটে মিশর থেকে ঢাকায় আসেন তিন যাত্রী।   আটককৃরা হলেন‑ টাংগাইলের রিয়াজুল হাসান, কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন, সোনারগাঁওয়ের মোকারাম খান।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ওই যাত্রীদের দুইজন দুবাইয়ে ব্যবসা করেন। তারা সেখানে সোনা আনার বিষয়ে পরিকল্পনা করেন। তারপর তারা দুবাই থেকে চলে যান মিশরে। সেখান থেকে ইন্তানবুলে ট্রানজিট হয়ে ঢাকায় আসেন।

ইস্তানবুলে ট্রানজিটের সময় তারা এইসব সোনা সংগ্রহ করেন। দুবাইয়ে তরল সোনা বিক্রি নিষিদ্ধ হওয়ায় তারা এই পদ্ধতি অবলম্বন করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশির করা হয়। তাদের দুই পায়ে তরল সোনার একটি প্যাকেট প্যাঁচানো ছিলো।

আরও পড়ুন

কুঁড়িতেই জীবনের ইতি টানলেন ইসলামী সংগীতশিল্পী মাহফুজুল আলম

আর নেই সড়কে দুর্ভোগ!

না ফেরার দেশে বাংলাদেশের বন্ধু, সাংবাদিক সায়মন ড্রিং

যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

সোনার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এই সব তরল সোনা স্বর্ণের আকারে আনার কাজ চলছে।

চোরাচালানের মামলা করে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হচ্ছে।

news24bd.tv/এমিজান্নাত