বিস্ফোরণেও নামাজ অব্যহত রেখেছেন আফগান প্রেসিডেন্ট (ভিডিও)

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতেই তুমুল লড়াই শুরু করেছে তালেবানরা। দেশটির বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে দখলে নিয়েছে জঙ্গি সংগঠনটি। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২০ জুলাই) ঈদের নামাজ পড়ার সময় আফগান প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পাশে রকেট হামলা হয়েছে।  

টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েকবার বিস্ফোরণের শব্দ হলেও নামাজ ত্যাগ করেননি আফগান প্রেসিডেন্ট। স্থানীয় সময় সকাল আটটায় রকেট হামলা চালানো হয়।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তালেবানরা এই হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ

দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘আজ কাবুল শহরের বিভিন্ন জায়গায় শত্রুরা রকেট হামলা চালিয়েছে। ভিন্ন তিনটি জায়গায় রকেট আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত হয়নি। আমাদের টিম ঘটনার তদন্ত করছে। ’

 নামাজ পড়ার সময়ে রকেট  হামলার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

দেশটিতে প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে এর আগেও হামলা চালানো হয়েছে। এর আগের হামলাটি সংঘটিত হয়েছিল গত ডিসেম্বরে।

news24bd.tv/আলী