ঈদের নামাজ পড়ে ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মসজিদের বাইরে ঈদের নামাজে অংশ নেওয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া মালয়েশিয়ার একজন নাগরিকও আটক হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে একশ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।

নামাজ আদায়ের ভিডিও স্থানীয় একজন লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় প্রশাসন তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার তোপে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন।

এ ঘটনায় আটকদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

news24bd.tv/এমিজান্নাত