আড়াই কোটি টাকার সৌদি রিয়ালসহ একজন গ্রেপ্তার

বিদেশে পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল এবং প্রায় আটটি দেশের কারেন্সিসহ জাহাঙ্গীর গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন।  

সোমবার সকাল ছয়টায় জাহাঙ্গীর গাজী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে তল্লালির সময় ধরা পড়েন। তিনি ইস্তাবুলের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছিলেন। তার শেষ গন্তব্য ছিল মিশর।

আরও পড়ুন:

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, স্থগিত পার্লামেন্ট

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত ৩

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

আড়াইকোটি টাকার মধ্যে সৌদি, কুয়েত, মালয়েশিয়ায়, ইউএস ডলারসহ আটটি দেশের মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তিনি। দুই বছরে ১২৭ বার তিনি যাতায়াত করেছেন । পাসপোর্টে পাঁচটা দেশের ভিসা লাগানো আছে। তিনি কয়েক বছর আগে গুলিস্তানের কাপড়ের ব্যবসা করতেন। সেটা ছেড়ে টাকা পাচারের কাজে যোগ দেন।

তার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।  

news24bd.tv রিমু