ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে  ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যা এ হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার বার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।  

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।