ঢাকা সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন আহত হয়েছেন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে  পোস্তাগোলা ব্রিজের কাছে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান।

এনামুল হক জানান, গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা এমভি সাব্বির-২ এর সঙ্গে লঞ্চটির মুখামুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে  এমভি সাব্বিরের গলুই গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিন লাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং এক যাত্রী আহত হন।

গ্রিনলাইন ওয়াটার ওয়েজের ওই নৌযানে তিন শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রা বাতিল করে তাদের ঘাটে নিয়ে আসা হয়।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল জানান, আহত ওই যাত্রীকে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়ে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)