গাজীপুরে কবর থেকে কঙ্কাল চুরির সময় হাতেনাতে যুবক আটক

গত কয়েক মাস ধরে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কবরবাসীদের স্বজনরা। কিন্তু কে বা কারা করছে এহেন কাণ্ড তা রয়ে যাচ্ছিল অজ্ঞাত।

অবশেষে জেলার শ্রীপুর উপজেলায় হাতেনাতে ধরা পড়ল জাকির হোসেন নামের এক যুবক। কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় ওই যুবককে আটক করেন স্থানীয়রা। মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জাকির হোসেন (১৯)। তিনি সুনামগঞ্জের তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো. কাশেম আলী ছেলে। এ সময় তার সহযোগী রাজন ও মজনু পালিয়ে যায়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।

স্থানীয় মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখা যায়।

আরও পড়ুন

গুলশান-বনানীর ম্যাসাজ ও পার্লারে তালা, অনৈতিক কাজের অভিযোগে গা ঢাকা

বরিশালের দুই হাসপাতালে আজও ৯ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু

লক্ষ্য ইরান: ইসরাইলি সাবমেরিনের বিপজ্জনক অভিযান

পরে তাদের ব্যাগে কী আছে? জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পেছনে ধাওয়া করে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে জাকিরের ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।  

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

news24bd.tv এসএম