আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী হেরাত দখল করলো তালেবানরা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রধান ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবানরা। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় তালেবানদের হাতে শহরটির পতন হয়। জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানায়, প্রদেশটির গভর্নরের অফিস এবং হেরাত পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে  তালেবানরা। গজনি শহর থেকে পালিয়ে যাওয়ার পর গজনি প্রদেশের গভর্নরকে ওয়ার্দাক প্রদেশে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রাজধানী গজনি ‘তীব্র লড়াইয়ের’ পর জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে যায়। তালেবানের একজন মুখপাত্র বৃহস্পতিবার টুইট করে জানান, শহরটির গভর্নরের অফিস, পুলিশ সদর দপ্তর এবং কারাগার দখল করা হয়েছে।

আরও পড়ুন

পরীমণি ইস্যুতে এবার থানায় জিডি করলেন আরেক চিত্রনায়িকা

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

করোনায় আক্রান্ত গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

চীন থেকে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ

প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফাকিরি নিশ্চিত করেছেন, গভর্নর তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন।

কান্দাহারের সংসদ সদস্য গুল আহমাদ কামিন বলেছেন, তালেবান যোদ্ধারা ফ্রন্টলাইন ভেঙে কান্দাহারে প্রবেশ করেছে। তারা শহরের অভ্যন্তরে সরকারি বাহিনীর সাথে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ করছে।

বিদেশি সৈন্য প্রত্যাহারের পর হতে তালেবানরা আফগানিস্তানে বেশ দ্রুত বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তার মধ্যেই তারা প্রথম কোন প্রাদেশিক রাজধানী দখল করলো।

news24bd.tv এসএম