চীনের পাঠানো আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায়

রাজধানি ঢাকায় এসে পৌঁছেছে চীনের পাঠানো সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ টিকা নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ‘বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৫৭টি বক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান। ’

‌‘এ ছাড়া, আগামী ১৪ আগস্ট সকালে করোনার টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট। ’

প্রসঙ্গত, গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা।

এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।

আরও পড়ুন: 

পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা

news24bd.tv তৌহিদ