প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্ম ফুলের পাতায় পাতায়

যতদূর চোখ যায় গোলাপি আর সাদা রঙের পদ্মফুল পাঁপড়ি মেলে যেন স্বাগত জানাচ্ছে প্রকৃতি প্রেমীদের। এটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রাকৃতিকভাবেই সৃষ্ট একটি পদ্মফুলের বিল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্ম ফুলের পাতায় পাতায়। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর- দূরান্ত থেকে আসছেন অনেকে ।   

বাতাসের তালে তালে দোল খাচ্ছে গোলাপি আর সাদা রঙের অসংখ্য পদ্মফুল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্মফুলের পাতায় পাতায়।   

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া কাতনি বিল। এখন সেটা পদ্মবিল নামেই পরিচিত। গত ৫ থেকে ৭ বছর ধরে বর্ষা মৌসুমে বিল জুড়ে দেখা যায় পদ্মফুল। করোনার কারণে মানুষের আনাগোনা কম থাকলেও, প্রায়ই অনেক দূর-দূরান্ত থেকে অনেকে এখানে আসেন পদ্মফুলের অপার সৌন্দর্য্য উপভোগ করতে।

আরও পড়ুন

এবার পানশির উপত্যকা দখলে অগ্রসর হচ্ছে তালেবান

রামেক করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

কিশোরগঞ্জ জেলার জলাভূমিতে এমন পদ্মফুল ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়ার কথা জানালেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের উপ-পরিচালক।

বর্ষাকাল ও শরৎকালে ফোটা এসব পদ্মফুল আরো বেশি মানুষকে আকৃষ্ট করবে- এমনটাই মনে করেন স্থানীয়রা।

news24bd.tv রিমু