বিষধর সাপের কাণ্ড!

নাটোর শহরের হরিশপুর এলাকায় একটি বিষধর সাপ বিদ্যুত লাইনে ঢুকে পড়ায় বিস্ফোরিত হয়ে লন্ডভন্ড হয়ে যায় ৩৩ হাজার ভোল্ট গ্রীড লাইন। এতে নাটোর সদর,বাগাতিপাড়া ও নলডাঙ্গাসহ ৭০ হাজার গ্রাহককে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাত পোনে নয়টার দিকে লাইন মেরামতের পর বিদুৎ সঞ্চালন স্বাভাবিক হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত জিএম সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিষধর সাপ সোমবার বিকেল নাগাদ হরিশপুর এলাকায় গ্রীড লাইনে উঠে পড়ে। এসময় নাচানাচি করার কারণে ৩৩ হাজার ভোল্ট গ্রীড লাইনের তার বিস্ফোরিত হয় এবং বেশ কয়েকটি তার পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এতে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ মালামাল পর্যাপ্ত না থাকায় জোড়া তালি দিয়ে লাইন মেরামত করতে অনেক সময় লেগে যায়। বিষধর সাপটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।