বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ (বাকিং ডিয়ার)। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবারো তা সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ীর সীমানায় নেট জালে আটকে পড়ে হরিণটি। বন বিভাগ মায়াবী হরিণটিকে উদ্ধার করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো এনামুল হক জানান, রোববার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ীর সীমানায় নেট জালে জড়িয়ে থাকা একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত সেখান থেকে হরিণটিকে উদ্ধার করে।

আরও পড়ুন

বড় ভাইয়ের দুই কিডনিই বিকল, ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

আজ থেকে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশের খেলা

চাকরি দেবে আকিজ বেকারস

যে দিন পর্যন্ত ডাউনলোড করা যাবে রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। সীমানা বেড়ার নেটর জালে জড়িয়ে আটকে পড়ায় ছুটাছুিটর চেষ্টা করলে হরিণটি আহত হয়। পরে চাঁদপাই রেঞ্জ অফিসে এনে চিকিৎসা দিয়ে সকাল ১০টায় আবারো হরিণটিকে বনে অবমুক্ত করা হয়।

news24bd.tv এসএম