রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গেলো ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দু'জন এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যান তিনি।   

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেলো ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।

আরও পড়ুন:

পাঁচ বছরে বাংলাদেশকে ১২০০ কোটি ডলার দেবে এডিবি

লোহাগড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিচারের কাঠগড়ায় অং সান সুচি

‘বিসমিল্লাহ’র ফজিলত

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২২টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।

news24bd.tv নাজিম