ভ্যাকসিন প্রত্যাখ্যানকারী কর্মীদের বরখাস্ত করবে ইউনাইটেড এয়ারলাইনস

কোভিড -১৯ টিকা নীতি মেনে চলতে ব্যর্থ হওয়ায় ইউনাইটেড এয়ারলাইন্স এর প্রায় ৬০০ কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে।

৬৭০০০ মার্কিন কর্মীর সিংহভাগেরই সোমবারের মধ্যে টিকা নেওয়ার প্রয়োজন ছিল।

আরও পড়ুন

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতে মিউজিক চার্ট চালু করেছে ইউটিউব

জেদ্দার বাসিন্দারা নতুন লোহিত সাগরের পানি ক্রীড়াক্ষেত্রে বেশি ব্যবহার করে

মালিতে ১৪০ বাংলাদেশি পুলিশ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার: মান্না

এর কর্মীদের উদ্দেশ্যে কর্তারা  একটি স্মারকলিপিতে বলেছেন, এটি একটি অবিশ্বাস্য কঠিন সিদ্ধান্ত ছিল। শিকাগো ভিত্তিক বিমান সংস্থা আগস্টে কর্মীদের জন্য তার কোভিড প্রয়োজনীয়তা নির্ধারণ করে।

মার্কিন কর্মচারীদের সোমবারের সময়সীমার মধ্যে টিকার প্রমাণ, অথবা দুটি ডোজের প্রথমটি আপলোড করতে হয়েছিল।

৫৯৩ জন কর্মী যারা করোনাভাইরাস ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছেন এবং ধর্মীয় বা চিকিৎসাক্ষেত্রে ছাড়ের জন্য আবেদন করেনি তারা এখন চাকরি হারানোর সম্মুখীন হচ্ছে।

news24bd.tv/এমি-জান্নাত