রাজধানীতে পারমিটবিহীন যানবাহন বন্ধে অভিযান চলছে

রাজধানীতে গনপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহন বন্ধে অভিযান শুরু হয়েছে। আজ রবিবার সকালে ঢাকার দুই সিটি করপোরেশনের সাথে অভিযান পরিচালনা করছে বিআরটিএ এবং ডিএমপি।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অভিযান চলছে মোহাম্মদপুরের বছিলা ব্রিজে এবং দক্ষিণ সিটিতে অভিযান চলছে মতিঝিল এলাকায়।  

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি

গনপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠন করা বাস রুট রেশনালাইজেশন প্রাথমিকভাবে ঘাটারচর থেকে মতিঝিল, এই রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হবে। গত ২৪ জুন বাস- রুটের ১৭তম সভায় রুট পারমিটবিহীন বাস বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন শুরু হচ্ছে আজ থেকে।

এ বিষয়ে সিটি করপোরেশন বলছে করোনার কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে।

news24bd.tv রিমু