কুষ্টিয়ার খোকসায় প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে শ্রী শ্রী মহামায়া সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, রোববার ভোররাতে দূর্বৃত্তরা মন্দিরের দূর্গা প্রতিমার হাত ও মাথা ভাংচুর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মন্দিরের জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধ আছে। সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, গত বছর একটি পক্ষ মন্দির আলাদা করে অন্যত্র সরে গেলে এই বিরোধ শুরু হয়। তবে অধিকতর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন

আদালত চত্ত্বরে বোমা হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

সিন্ডিকেটের কারণে খাতুনগঞ্জে আবারো বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ

শাহরুখপুত্র আরিয়ানকে আটক করেছে এনসিবি

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, আজইল গ্রামের হিন্দু পাড়ায় ভাংচুরকৃত প্রতিমার খবর পেয়ে তিনি গিয়ে দেখেন প্রতীমার মাথা ও হাত নিচে পড়ে আছে। হিন্দুদের মধ্যেই দুটি পক্ষে বিবাধ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান।

news24bd.tv এসএম