তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার শি জিনপিং এর

তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তবে শান্তিপূর্ণ পুনর্মিলন চান শি জিনপিং। তিনি বলেন, এজন্য প্রয়োজন একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির। যেমনটি চলছে হংকংয়ে। চীনা প্রেসিডেন্ট বলেন,  মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ।

আরও পড়ুন:

কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

মা নোংরা পথে চলে গেছে, তাই খুন করে পুঁতে দিয়েছি!

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

এটি চীনাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্মক হুমকি বলেও মন্তব্য করেন তিনি। যদিও চীনের একটি দেশ-দুটি ব্যবস্থা নীতি বরাবরের প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান।

news24bd.tv/এমি-জান্নাত