নিউইয়র্কে ইয়েলো সোসাইটির ১০০ কবর ক্রয়

নিজেদের লাশ দাফনের জন্য ১০০টি কবরের জায়গা ক্রয় করল নিউইয়র্কে কর্মরত ইয়েলো ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘ইয়েলো সোসাইটি, নিউইয়র্ক ইনক’।

২৯ মে মঙ্গলবার সোসাইটির ইফতার মাহফিলে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে সোসাইটির সদস্যরা প্রতিটি কবরের জন্যে ১৪০০ ডলার করে প্রদানের অঙ্গিকার করেন। নিউইয়র্ক সিটির উপকন্ঠে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্তানে ‘গার্ডেন অব নূর’ ব্লক-এইচে এসব কবর রয়েছে। প্রয়োজনে কবরের জন্যে আরো জায়গা ক্রয়ের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।

ইয়েলো সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহবুবুল বারি ফেরদৌসের সার্বিক সমন্বয়ে সোসাইটির সদস্যগণের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কবর ক্রয়কারিদের অন্যতম সাখাওয়াত বিশ্বাস এ সংবাদদাতাকে বলেন, আমাদের এই সমিতি হচ্ছে জীবন বীমার মত। সদস্যগণের বিপদে-আপদে সমিতি পাশে দাঁড়ায়।   ইফতার মাহফিলে কম্যুনিটির বিশিষ্টজনদের মধ্যে কাজী নয়ন, মোহাম্মদ আলীও ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)