৪০ বছরের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামাবে সৌদি আরব

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শনিবার দেশটির রাজধানী রিয়াদে সৌদি গ্রীন ইনিশিয়েটিভ ফোরামে এক বক্তৃতায় এই ঘোষণা দেন তিনি। খবর আরব নিউজের।

বিন সালমান বলেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন করে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়েছে সৌদি আরব। কার্বন সার্কুলার ইকোনমি গ্রহণের ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে যা সহায়ক হবে।

দূষণমুক্ত ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ২০৩০ সালে বিশ্বব্যাপী মিথেন নির্গমন ৩০ শতাংশ কমাতে অবদান রাখার জন্য 'গ্লোবাল মিথেন প্লেজ'-এ অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষাকে আরও প্রশস্ত করার জন্য গ্লোবাল ওশান অ্যালায়েন্সে যোগদানের ঘোষণাও দিয়েছেন ক্রাউন প্রিন্স।  

আরও পড়ুন:

১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো তুরস্ক

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত কিছু ঘটনা

লাখ টাকায় স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিলো স্বামী!

বিন সালমান বলেন, এই উদ্যোগের প্রথম ধাপে মোট ৭০০ বিলিয়ন সৌদি রিয়াল খরচ হবে। বেসরকারী খাতের জন্য এটি বিশাল একটি বিনিয়োগের সুযোগ। আর ফলে পরবর্তী প্রজন্মের জন্য মানসম্পন্ন একটি পরিবেশ পাবে। এছাড়া এটি সৌদি আরবের সঙ্গে অন্য দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্কও উন্নত করবে।

news24bd.tv/ নকিব