খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কী জানা যাবে ২১ দিন পর

বায়োপসির জন্য আজ সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছোট অস্ত্রোপচার করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে আসলে তাঁর কী হয়েছে। এজন্য ১৫ থেকে ২১ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে চিকিৎসক।

আরও পড়ুন: খালেদা জিয়ার চামড়ার নিচে ফোসকার মতো হয়েছে

এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।  

বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখলেন ওনার একটি ছোট বায়োপসি করা প্রয়োজন। কারণ, ছোট একটা লাম্ব আছে এক জায়গায়। সে জন্য আজকে ছোট অপারেশন থিয়েটারে নিয়ে বায়োপসি করা হয়েছে। ’

জাহিদ হোসেন জানান, বায়োপসির প্রতিবেদন পেতে সময় লাগবে। কারণ, এর জেনেটিক স্টাডি করার প্রয়োজন। এ জন্য ১৫ থেকে ২১ দিন সময় লাগতে পারে। খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কী হবে, বায়োপসি প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

news24bd.tv/তৌহিদ