১৫ দিনের বিরতি ছাড়াই ওমরাহ পালনের সুযোগ

করোনার কারণে দুইটি ওমরাহ করার ব্যাপারে যে ১৫ দিনের ব্যবধান রাখার নিয়ম ছিল তা বাতিল করেছে সৌদি সরকার।

সোমবার (২৫ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ সুখবর দেয়। আরব নিউজে এ প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কী জানা যাবে ২১ দিন পর

তথ্যমতে, করোনার পরিস্থিতি স্বাভাবিক ও টিকা কার্যক্রমের বিষয়টি আবশ্যক হওয়ায় এখন থেকে কোন শর্ত ছাড়াই ওমরাযাত্রীরা একাধিক ওমরাহ পালন করতে পারবেন। মাঝখানে বিরতি দিতে হবে না।

news24bd.tv/তৌহিদ