রোলার-অটোরিকশা সংঘর্ষ, ২ ভাইসহ নিহত ৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।

উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গাজপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন।

পথে ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কে রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন।

হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, রোড রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়। বাকী দুজনের মধ্যে একজন হাসপাতালে নেবার পথে ও অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।

আরও পড়ুন

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ

কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ

গোসলের ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

news24bd.tv/ তৌহিদ