সাকিবকে টপকে আইসিসির অ্যাওয়ার্ড জিতলেন আসিফ আলি

টানা দ্বিতীয় বারেরমতো আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের পুরষ্কার মিস করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে। বরং এক ম্যাচের চমকে সেই পুরষ্কার উঠলো পাকিস্তানি অলরাউন্ডার আসিফ আলির হাতে।  

আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আসিফ আলি। আর মেয়েদের বিভাগে এই পুরষ্কার জিতেছেন আয়ারল্যান্ডের লরা ডেলানি।

চলতি মাসে বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করে আইসিসি। জো রুটের পর দ্বিতীয় হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন সাকিব।  

এমনকি পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মাসজুড়ে ধারাবাহিক থাকলেও মনোনয়ন পাননি এই তালিকায়। এই তালিকায় নেই কোন ভারতীয় খেলোয়াড়ও। সাকিব ও আসিফ আলি ছাড়া এই পুরষ্কারের দৌড়ে ছিলেন নমিবিয়ার ডেভিড ওয়াইজ।

উল্লেখ্য, সাকিব অক্টোবরে ১৩১ রান সংগ্রহ করেন এবং ১১টি উইকেট নেন। অন্যদিকে এই সময়কালে আসিফ আলির সংগ্রহ মাত্র ৫২ রান। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চার ছক্কার ওই ইনিংসটিই তাকে এই খেতাব এনে দেয়। অন্যদিকে নমিবিয়ার ডেভিড ওয়াইজ অক্টোবরে ১৬২ রান করেন ও ৭ উইকেট নেন।

আরও পড়ুন:

ক্ষুদ্রকায় ক্যাঙ্গারু 'ওয়ালাবি' রাজত্ব করে যে দ্বীপে

news24bd.tv/ নকিব