সেমিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের আসরে প্রথম সেমিফাইনালটি।

চার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। ২০১৬ সালে আবারো সেমির মঞ্চে উঠেও ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে আবারো ফাইনাল খেলার আশা মাটিতে মিলে যায় কিউইদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেখানেও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় কিউইরা।

তাই ২০১৬ ও ২০১৯ সালের দুই বিশ্বকাপের দু’টি হার এখনো পীড়া দেয় নিউজিল্যান্ডকে। এবার সেই দুই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। তবে প্রতিশোধের চাইতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালের দিকে আপাতত চোখ নিউজিল্যান্ডের।

এবারের আসরে সুপার টুয়েলভে সেরা ক্রিকেটই খেলেছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে কিউইরা। ভারত-আফগানিস্তান-নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে গ্রুপের সেরা দল পাকিস্তানের কাছে হেরেছিলো কিউইরা।

সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাইতে বেশি আলো ছড়িয়েছে বোলাররা। ৫ ইনিংসে ১১ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। পেস অ্যাটাকে বোল্টের বোলিং পার্টনার টিম সাউদিও দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন। ৫ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটও পূর্ণ করেন সাউদি। নিউজিল্যান্ডের স্পিন বিভাগ সামলাচ্ছেন ইশ সোধি। ৫ ইনিংসে ৮ উইকেট শিকার তার।

এই তিন বোলারদের দারুণভাবে সাপোর্ট দিচ্ছেন জেমস নিশাম-মিচেল স্যান্টনার ও এডাম মিলনে। তিনজনই ২টি করে উইকেট নিয়েছেন। শেষ চারে জয় পেতে হলে আরো ভালো করতে হবে তাদের।

বিশ্বকাপের মঞ্চে পাঁচবার দেখা হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। এতে তিনবার জিতে ইংলিশরা। আর দু’বার জিতে কিউইরা।

নিউজিল্যান্ড দল:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

ইংল্যান্ড দল:

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, রিচ টপলি, আদিল রশিদ, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

আরও পড়ুন

সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

news24bd.tv এসএম